অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ দল ঘোষণা করা হয়।
আগামী বছরের জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড: পিনাক ঘোষ, নাইম শেখ, সাইফ হাসান, আফিফ হোসেন, তৌহিদ রনি, আমিনুল ইসলাম বিপ্লব, মো. রাকিব, মাহিদুল ভূঁইয়া অঙ্কন, শাকিল হোসেন, রবিউল হক, নাইম হাসান, কাজী অনিক, রনি হোসেন, হাসান মাহমুদ ও টিপু সুলতান।
স্ট্যান্ডবাই: সজিব হোসেন, রায়হান রাফসান, শাখাওযাত হোসেন, সাইদুল ইসলাম প্রামাণিক, ইয়াসিন আরাফাত মিশু, আব্দুল হালিম ও মনিরুল ইসলাম।
ইনজুরির কারণে মূল টিমে রাখা হয়নি পেস বোলিং অলরাউন্ডার ইয়াসিন আরাফাত মিশুকে। তবে বিশ্বকাপের মধ্যে তিনি সুস্থ হলে তাকে স্কোয়াডে নেয়া হবে।
১৩ জানুয়ারি মাঠে গড়াবে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মহাযজ্ঞ। বিশ্বকাপে টেস্ট খেলুড়ে ১২টি দেশ ও চারটি সহযোগী সদস্য দেশের অনূর্ধ্ব ১৯ দল অংশ নেবে।
বিডি প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম