বিশ্বকাপে ফের ভারতের কাছে হার পাকিস্তানের৷ ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপে শুক্রবার আজম্যান ওভালে পাকিস্তানকে সাত উইকেটে হারাল ভারত৷
প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সাড়ে তিনশোর বেশি রান তাড়া করে ম্যাচ জেতে ভারত৷ এদিন পাকিস্তানকে হেলায় হারায় ভারত৷
৪০ ওভারের ম্যাচে প্রথম ব্যাটিং করে আট উইকেটে ২৮২ রান তোলে পাকিস্তান৷ রান তাড়া করতে দীপক মালিকের ব্যাটে সহজ জয় ছিনিয়ে নেন ভারত৷ ম্যাচের সেরাও তিনি৷
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৯ রানের দুরন্ত ইনিংস খেলার পর এদিন ৭১ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন দীপক৷ এছাড়াও ভেঙ্কটেশ ৬৫ এবং অজয় রেড্ডি ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন৷
চতুর্থ উইকেটে ভেঙ্কটেশ ও অজয়ের অবিভক্ত জুটি ১০১ রান যোগ করে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়েছিল ভারত৷ শ্রীলঙ্কার ৩৫৮ রানের জবাবে মাত্র ৩২ ওভারেই দীপকের দুরন্ত ইনিংসে ম্যাচ জিতেছিল ভারত৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর