ট্রেন্ট বোল্টের ভয়ঙ্কর গতিতে লজ্জার ইনিংস পাকিস্তানের। ৭৪ রানে শেষ পাকিস্তানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে এটি পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোর।
ডুনেডিনে তৃতীয় ওয়ানডে'তে পাকিস্তানকে ১৮৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথম দু'টি ম্যাচে হারের পর এদিন কিছুটা ভালো শুরু করেছিলেন পাকিস্তানের বোলাররা।
২৫৭ রানে কেন উইলিয়ামসনদের বেঁধে রেখেছিল পাকিস্তান। কিন্তু রান তাড়া করতে নেমে ভয়ঙ্কর বোল্টের সামনে মাত্র ৭৪ রানে আত্মসমর্পণ করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৭.২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন বোল্ট। এটি যুগ্মভাবে পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন ওয়ানডে স্কোর।
এর আগে ১৯৯২ বিশ্বকাপে অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের কাছে ৭৪ রানে শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান। তবে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর অবশ্য ১৯৯৩ কেপটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৩। এদিন ১৬ রানে ছয় উইকেট হারানোর পর সর্বনিম্ন স্কোরের ভ্রুকুটি ছিল পাকিস্তানের সামনে। শেষ পর্যন্ত ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানের ব্যাটে মান বাঁচায় পাকিস্তান।
পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ১৬ রান করেন একাদশ ব্যাটসম্যান রুমন রইজ। দশ নম্বর ব্যাটসম্যান আমিরের সংগ্রহ ১৪।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/আরাফাত