বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিযেশনের আয়োজনে ‘বাংলাদেশ যুব গেমসের খুলনা বিভাগের টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টেবিল টেনিস প্রতিযোগিতা বাগেরহাটের শ্রীঘাটে খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের ভাইস প্রিন্সিপ্যাল আব্দুল মালেক তালুকদার, মোস্তাফিজুর রহমান মুক্ত, মো. সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগিরা অংশ নেন। এর মধ্যে তরুণী দলগত পর্বে নড়াইল জেলা দল চ্যাম্পিয়ন ও মাগুড়া জেলা দল রানার্স আপ, তরুণ দলগত পর্বে নড়াইল চ্যাম্পিয়ন ও সাতক্ষীরা রানার্স আপ, তরুণী দ্বৈত পর্বে নড়াইলের মৌ ও তুশি চ্যাম্পিয়ন ও মাগুরার অনিতা ও পরমা রানার্স আপ, তরুণী একক পর্বে নড়াইলে মৌ চ্যাম্পিয়ন ও নড়াইলের তুশি রানার্সআপ হয়।
এ প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পাঠানো হবে বলে আয়োজকরা জানান।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম