হরভজন সিং। সাবেক ভারতীয় অফ-স্পিনার। সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় ভাজ্জি। দেশ ও সমাজের বিভিন্ন ধরনের ইস্যু নিয়েই বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। আর শুক্রবার তিনি যে ভিডিওটি পোস্ট করলেন, তা তো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিমানবালা গোপনে যাত্রীদের খাবারের প্যাকেট থেকেই খাবার খাচ্ছেন। তারপরই প্যাকেটবন্দি করে সেই খাবার দেওয়া হবে যাত্রীদের।
ভিডিওটি পোস্ট করে ভাজ্জি লিখেছেন, “আপনি যদি বিমানে খাবারের প্যাকেটে কম চিকেন পান, তাহলে ভাববেন না বিমান সংস্থা খরচ বাঁচাতে খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছে। এর কারণ কিন্তু অন্য হতেই পারে।” যদিও কোন বিমান সংস্থার সেবিকা এই কাণ্ড ঘটিয়েছেন, তা গোপনই রেখেছেন হরভজন।
বিডিপ্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান