দীর্ঘ আট বছর পর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী এ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, সামর্থ্যের ৭০-৮০ ভাগ দিতে পারলেই সফলতা আসবে।
এক্ষেত্রে সিনিয়রদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। দিতে হবে সামনে থেকে নেতৃত্ব। আর ঘরের মাঠে জয়ের ধারবাহিকতা ধরে রেখে আরও শক্তিশালী রূপে আবির্ভাব হবে টাইগারদের- এমনটাই প্রত্যাশা ভক্তদের।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ