বিশ্বকাপকে সামনে রেখে ইতালির বিপক্ষে আজ এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। উরুতে অতিরিক্ত চাপ নেওয়ার ফলে ব্যাথা অনুভব করায় খেলছেন না আর্জেন্টিনার প্রাণ ভোমরা লিওনেল মেসি।
মেসির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পিএসজি তারকা লো সেলসো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের ১১ মিনিট পার হলেও কোনো দলই গোলের দেখা পায়নি।
এদিকে, ম্যাচ শুরুর আগে টাইস স্পোর্টসের সাথে মেসি বলেন, আমি কয়েকদিন যাবৎ উরুতে অতিরিক্ত চাপ অনুভব করছি। আমি স্পেনের বিপক্ষে খেলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ইতালির বিপক্ষে আর্জেন্টিনা একাদশ
কাবালেরো, বাস্তোস, ওটামেন্ডি, ফাজইও, তাগ্লিয়াফিকো, পারেদেস, বিলিয়া, লানজিনি, লো সেলসো, ডি মারিয়া, হিগুয়াইন।
বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৮/আরাফাত