জমে উঠেছে আইপিএলের এবারের আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা আলোচনা-সমালোচনা-গুঞ্জন। ৭ এপ্রিল প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই ও চেন্নাই। রূদ্ধশ্বাস ওপেনিং ম্যাচের পরের দিনেই কেকেআরের বিপক্ষে মাঠে নামবে আরসিবি।
‘নতুন’ কলকাতা নাইট রাইডার্স কেমন পারফর্ম করে, তা জানতে উন্মুখ ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে, ইডেনে আরসিবি'র বোলিং আক্রমণ নিয়ে চিন্তায় পড়েছেন দলটির অধিনায়ক কোহলি। দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র নাথান কুইল্টার নাইল থাকছেন না গোটা টুর্নামেন্টেই।
অস্ট্রেলিয়ার জাতীয় দলের তারকা পেসার পিঠের ব্যথার জন্য বেশ কিছুদিন ধরেই ভুগছেন। অ্যাসেজের মাঝপথেই সেই চোট তাড়া করে বেড়িয়েছে নাইলকে। এর কারণে বিগ ব্যাশ লিগেও খেলতে পারেননি। পরে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও নামেননি তিনি।
এদিকে, কুইল্টার নাইলের পরিবর্তে আরসিবি সই করাচ্ছে কোরি অ্যান্ডারসনকে। বেস প্রাইস ২ কোটি টাকাতেই তিনি খেলবেন। এর আগে দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল-এ অংশ নিয়েছিলেন কিউয়ি তারকা।
বিডি প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ