রাশিয়া বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে উত্তেজনা-উন্মাদনা। নিজেদের গুছিয়ে নিতে শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। তারই জের ধরে বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা। তবে ইনজুরির কারণে দলটির নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি সে ম্যাচে না নামতে পারলেও স্পেনের বিপক্ষে ফিরছেন তিনি।
ইনজুরির ব্যাপারে মেসি বলেন, ‘মাঝে মাঝে আমি হ্যামস্ট্রিংয়ে ব্যাথা অনুভব করি। তবে আমি সব সময় জাতীয় দলের জার্সিতে খেলতে চাই। বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক সময় বাকি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই ম্যাচে বিশ্রামে থাকবো, তবে স্পেনের বিপক্ষে খেলার আশা করছি।’
এদিকে স্পেনের বিপক্ষে মেসি ফিরলেও দলের আরেক ফেভারিট তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে থাকতে হচ্ছে মাঠের বাইরেই। ডান পায়ের ইনজুরিতে স্পেনের বিপক্ষে খেলা হবে না পিএসজির এই তারকার।
স্পেনের বিপক্ষে মাদ্রিদে আগামী ২৭ মার্চ রাতে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।
বিডি প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ