পথ দুর্ঘটনায় পড়লেন ভারতের তারকা ক্রিকেটার মোহম্মদ শামি (২৭)। রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথেই তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সড়ক পথে দিল্লি যাওয়া সময়ই একটি ট্রাকের সঙ্গে শামির গাড়িটির সংঘর্ষ হয়। পিছন থেকে আসা ট্রাকটি দ্রুতবেগে শামিদের গাড়িকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।
এসময় গাড়িটিতে চার-পাঁচ জন ছিলেন বলে জানা গেছে। সংঘর্ষে মাথায় ও কপালে আঘাত পেয়েছেন শামি, কপালে দশটি সেলাইও পড়েছে বলে জানা গেছে। যদিও শামি বিপদমুক্ত বলেই জানা গেছে।
সম্প্রতি স্ত্রী হাসিন জাহানের ওপর ব্যাভিচার ও ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ উঠায় এই মুহুর্তে সংবাদের শিরোনামে রয়েছেন মোহম্মদ শামি। তার বিরুদ্ধে হত্যার চেষ্টাসহ একাধিক অভিযোগ দায়ের করেছেন হাসিন। শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটারও অভিযোগ আনেন হাসিন। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শামির বিরুদ্ধে আনা দুর্নীতির মামলার অভিযোগ খারিজ করে দিয়েছে।
বর্তমানে দেরাদুনেই বিশ্রামে রয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের এই মিডিয়াম পেস বোলার। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পরই মানসিক ও শারীরিক ভাবে আরোগ্য লাভের জন্যই দেরাদুনের অভিমূণ্য ক্রিকেট একাডেমী (এসিএ)-এর প্রশিক্ষণ শিবিরে রয়েছেন শামি।
চলতি বছরের গোড়ার দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেষ্ট ম্যাচের সিরিজে শেষ খেলেছিলেন শামি। ২-১ ওই টেষ্ট সিরিজ জেতে
আসন্ন ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ দিল্লির ডেয়ার ডেভিলস’এর হয়ে খেলতে দেখা যাবে শামিকে।
বিডি প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ