কেপটাউন টেস্টে বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলীয় ক্রিকেটের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। তীব্র সমালোচনা করছেন ক্রিকেট কিংবদন্তিরাও। আর তারই জের ধরে এবার ভীষণভাবে চটেছেন অজি ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। স্টিভেন স্মিথরা পরিকল্পনা করে বল টেম্পারিং করছেন! এমন ঘটনায় লজ্জিত, অপমানিত দেশটির সর্বকালের সেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এ ব্যাপারে গিলক্রিস্ট বলেন, ‘আমি সত্যি খুব দুঃখিত, স্তব্ধ। মনে হতে পারে আমি বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছি, কিন্তু এ বিষয়ে আমি আসলেই আবেগপ্রবণ। এটা অবশ্যই ক্রিকেটে বেআইনি এবং আমাদের জাতীয় দলের অধিনায়ক ও জাতীয় দল স্বীকার করেছে তারা আগে পরিকল্পনা করে একসঙ্গে বসেছে, তারপর প্রতারণা করার একটা উপায় খুঁজে বের করেছে।’
এমন ঘটনা ক্রিকেটের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হাসির পাত্র বানিয়ে ফেলেছে বলেও অভিমত গিলক্রিস্টের। তিনি বলেন, ‘এটা অন্য ক্ষেত্রকেও কলুষিত করবে। সবাই এখন অনেক কিছু নিয়েই প্রশ্ন তুলবে। আমাদের অনেক গৌরবের স্থান অস্ট্রেলিয়ান ক্রিকেট এখন সবার হাসির পাত্র। মানুষ এখন আমাদের আগের অনেক কীর্তি নিয়েই প্রশ্ন তুলবে, সন্দেহ করবে।’
উল্লেখ্য, টেম্পারিংয়ের ঘটনায় কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান তৃতীয় টেস্টের মাঝপথেই সরে দাঁড়িয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ