আহত ভারতীয় পেসার মোহম্মদ শামির সঙ্গে দেখা করতে চান তার স্ত্রী হাসিন জাহান। রবিবার সকালে দেরাদুন আশা রোডে পথ দুর্ঘটনায় পড়েন ভারতের জাতীয় দলের এই পেসার। এরপর দেহরাদুনের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় শামিকে।
জানা যায়, দুর্ঘটনায় মাথায় ও হাতে চোট লাগে সামির। সেলাইও করতে হয়েছে কপালে ও মাথায়। শামির চোট অবশ্য গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর সামিকে ছেড়েও দেওয়া হয়। তবে স্বামীর দুর্ঘটনার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন হাসিন। রবিবার শামিকে ফোন না করলেও সোমবার সামিকে হোয়াটসঅ্যাপ করেন হাসিন। তার পরিবারের লোকের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন তিনি। তবে সাড়া মেলেনি।
হাসিনের হোয়াটসঅ্যাপের জবাব দেননি শামি। এই মুহূর্তে দেহরাদুনের কোথায় আছেন শামি তা জানেন না হাসিন। সোমবার হাসিন বলেন, ‘শামি দোষ করেছে। সেটার জন্যই ওর সঙ্গে লড়ছি। শামির সঙ্গে আমার তো কোনও শত্রুতা নেই। ওর দুর্ঘটনার খবর পেয়ে আমি চিন্তায় রয়েছি। মেয়েকে নিয়ে সামির কাছে যেতে চাই। আমার সঙ্গে ও যাই করুক। মেয়েকে দেখলে ও একটু শান্তি পাবে হয়ত, তাই যেতে চাই। এখনও শামিকে আমি ভালবাসি।’
এরপরই হাসিনের সংযোজন, ‘ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। ভাল থাকুক ও।’
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর