বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যর্থ। তিনি যখন ব্যর্থ, তখন তার দল পর্তুগালকেও মেনে নিতে হল পরাজয়ের স্বাদ। সোমবার নেদারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে তারা।
নেদারল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে ঝলক দেখিয়ে রোনালদো পর্তুগালকে বিশ্বকাপের ফেবারিটদের সারিতে নিয়ে আসবেন বলেই ভেবেছিলেন তার ভক্তরা। কিন্তু ম্যাচের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ডাচ রক্ষণভাগের বৃত্তে পড়ে থাকতে হলো তাকে।
রোনালদোকে দর্শক বানিয়ে পর্তুগালের জালে প্রথমার্ধেই বল তিনবার পাঠিয়েছেন নেদারল্যান্ড। প্রথম গোলটি হয়েছে ১১তম মিনিটে, দ্বিতীয় গোলটি ৩২ মিনিটে। আর পর্তুগালের জালে শেষ বলটি যায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ডাচদের হয়ে সেই গোল তিনটি করেন মেম্ফিস ডিপে, রায়ান বাবেল ও ভারজিল ভ্যান ডাইক।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর