জমে উঠেছে আসন্ন রাশিয়া বিশ্বকাপ। এরই মধ্যে দলগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এবারের আসরে পুরো ফুটবল বিশ্বের নজর লিওনেল মেসির দিকে। তবে বিশ্বকাপে মেসিকে ‘স্বাচ্ছন্দ্যে’ রাখাকেই গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি।
তার মতে, মেসিকে শেখানোর কিছু নেই। তেমন চেষ্টা করাটাও অর্থহীন। বরং সবার উচিত মেসির বোঝাপড়ায় আসা। তার ‘স্বাচ্ছন্দ্য’ই আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের প্রধান মন্ত্র। আলবিসেলেস্তে শিবিরের ‘গুরু’ স্পেনের সঙ্গে দলের প্রীতিম্যাচের আগের দিন সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন।
দুর্দান্ত ফর্মে থাকা মেসির প্রসঙ্গে সাম্পাওলি বলেন, ‘মেসিকে কিছু শেখানো অসম্ভব, তার পর্যায়ে যাওয়া সহজসাধ্য নয়। আপনার উচিত মেসিকে বোঝা, তাকে শিক্ষা দেওয়া নয়। অনুশীলনে আপনাকে দেখতে হবে সে কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারপর তেমন করেই দল গড়তে হবে আপনাকে।’
মেসির মতো খেলোয়াড় মাঝেমাঝে আসে বিধায় এ ধরনের খেলোয়াড়দের কাছ থেকে সবারই শেখা উচিত বলে মনে করেন সাম্পাওলি। তার ভাষ্যে, ‘আপনার উচিত হবে কিভাবে তার সঙ্গে মানিয়ে খেলা যায় সেটা রপ্ত করা, কেবল কোচিং নয়, কিভাবে তার সঙ্গে মিলে খেলা যায়, তাকে ঘিরে খেলা যায় এমন সঠিক পন্থাটি আয়ত্ত করা।’
উল্লেখ্য, হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে গত শুক্রবার ইতালির বিপক্ষে ম্যাচে খেলেননি মেসি। ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সেই খেলায় অবশ্য তাকে ছাড়াই ২-০ গোলে জিতে যায় সাম্পাওলির শিষ্যরা।
মঙ্গলবার মাদ্রিদে বাংলাদেশ সময় রাত দেড়টায় মাঠে নামবে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা ও তার আগের আসরের চ্যাম্পিয়ন স্পেন।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ