সাবেক সতীর্থ নেইমারকে রিয়াল মাদ্রিদে দেখতে চান না বার্সেলোনার তারকা লিওনেল মেসি। নেইমারকে নাকি পিএসজি থেকে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ক্রীড়া ম্যাগাজিন ‘ডন ব্যালন’র দাবি, নেইমারের রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জনে উদ্বিগ্ন মেসি। তাই আক্রমণভাগের সাবেক সঙ্গীকে পেপ গার্দিওলার দলে নাম লেখাতে বলেছেন আর্জেন্টাইন আইকন।
সূত্রমতে, ম্যানসিটিতে সাবেক কোচ গার্দিওলার পারফরম্যান্সে মুগ্ধ মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর চোখে, ইতিহাদ স্টেডিয়ামে ভালোভাবেই মানিয়ে নিতে পারবেন ২৬ বছর বয়সী নেইমার।
উল্লেখ্য, গত বছরের আগস্টে চার বছরের বার্সা অধ্যায়ের ইতি টানেন ব্রাজিলিয়ান সুপারস্টার। গড়েন ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড। কিন্তু প্যারিসে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের অসন্তুষ্টির খবর ছড়িয়ে পড়ে সবার মুখেমুখে।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ