দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল বিকৃতির কেলেঙ্কারিতে স্টিভেন স্মিথকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ফলে জোহার্নেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে তার জায়গায় অজি দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ।
এ সময় দুর্দান্ত ফর্মে আছেন রেনশ। ঘরোয়া লিগে অসাধারণ পারর্ফম করেন তিনি। শেফিল্ড শিল্ডে নিজ দল কুইন্সল্যান্ডের হয়ে টানা তিন সেঞ্চুরি করেছেন তিনি (১৭০, ১১২ ও ১৪৩)।
ব্যাগি গ্রীনদের দেশের হয়ে ১০টি টেস্ট খেলা রেনশ গত গ্রীষ্মেই ক্যামেরুণ ব্যানক্রফ্টের কাছে নিজের জায়গা হারান। দু’জনই ওপেনার হিসেবে খেলেন। তবে বল টেম্পারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকা ব্যানক্রফ্টকে বসিয়ে রেনশকে খেলানো হয় কিনা, এখন তাই দেখার বিষয়।
আগামী ৩০ মার্চ শেষ টেস্টকে কেন্দ্র করে আজই জোহার্নেসবার্গে উড়ে যাচ্ছেন বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ