সমালোচনা যেন পিছু ছাড়ছে না মোহম্মদ শামির। ভারতীয় বোর্ড তাকে সাময়িক স্বস্তি দিলেও বিপর্যয় এবং বিতর্ক এখনও তাড়া করে চলেছে এই পেসারকে। রবিবার সকালে দেহরাদূন থেকে দিল্লি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তার কপালে দশটি সেলাই পড়েছে।
কিন্তু তাতেও স্বস্তি মিলছে না শামির। এ ব্যাপারে সোমবার কলকাতা পুলিশের পক্ষ খেকে জানানো হয়েছে, উত্তর প্রদেশে শামির বাড়িতে যে তদন্তকারী দল গিয়েছিল, তারা ভারতীয় পেসারের ভাইয়ের হাসিবের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে।
এ ব্যাপারে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধদমন) প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, তদন্তকারী দল এই রিপোর্ট দিয়েছে যে উত্তর প্রদেশে একটি মারামারির ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন হাসিব। সেই মামলায় চার্জশিটও জমা পড়ে গেছে। তবে হাসিন জাহান যে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন, সেটা নিয়ে এখনও তদন্ত চলছে।
এদিকে, আহত শামির সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য পুলিশের কাছে নিরাপত্তারক্ষী চেয়েছেন হাসিন।
বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/ওয়াসিফ