ঢাকা প্রিমিয়ার লিগে আবারও সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এ ক্রিকেটার।
তার ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও দুটি ছক্কার মারে। বল খেলেছেন ১২৬টি।
তবে সেঞ্চুরি সত্ত্বেও আক্ষেপ থেকে গেল লিটনের। কারণ সুপার সিক্সের এই ম্যাচে হেরেছে প্রাইম দোলেশ্বর। শুরুতে ব্যাট করে দোলেশ্বর ৫ উইকেটে ২৫৭ রান করে। জবাবে ৮ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।
রূপগঞ্জের দুই ওপেনার আব্দুল মজিদ ও মোহাম্মদ নাইম অবশ্য কাজটা সহজ করে দেন। ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮.৫ ওভার ব্যাটিং করে এ দুজনই তুলে নেন ১৪০ রান। এরপর ৫৮ রান করা মজিদ আউট হয়ে যান। তবে মুশফিকুর রহিমকে নিয়ে দ্বিতীয় উইকেটে এগুনোর চেষ্টা করেও বেশিদূর যেতে পারেননি।
দলীয় ১৬২ রানে আউট হয়ে যান নাইম। তবে ১০১ বল থেকে ছয়টি চার ও পাঁচটি ছক্কার মারে ৮৮ রান করে তিনিই দলের জয়ের ভিত গড়ে দেন। বাকি কাজটুকু মুশফিক (৪১), নাঈম ইসলাম (৩১) ও পারভেজ রসুল (২৩) মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
এর আগে লিটনের সঙ্গে ফজলে মাহমুদ (৪৬) ও ইকবাল আব্দুল্লাহ (৪২) দোলেশ্বরকে লড়াকু স্কোর এনে দেন। লিটন সাত ম্যাচ খেলে চলতি আসরে তিনটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করেছেন। এ পর্যন্ত করেছেন ৫১৭ রান। যার গড় ৮৬.১৬। গত মৌসুমে আবাহনীর হয়ে ১৪ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৫৩.৭১ গড়ে সর্বোচ্চ ৭৫২ রান সংগ্রাহক ছিলেন তিনি।
বিডিপ্রতিদিন/ ই জাহান