অজি-প্রোটিয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনে বল বিকৃতির দায়ে অজি অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে চতুর্থ টেস্ট থেকে বরখাস্ত করার করল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ সেই সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে তিনজনকে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দিল অজি ক্রিকেট বোর্ড৷
মঙ্গলবার সন্ধ্যায় জোহানেসবার্গে একটি সাংবাদিক সম্মেলন করে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সিইও জেমস
সাদারল্যান্ড বলেন, ‘বল বিতর্কে যুক্ত ক্রিকেটাররা অস্ট্রেলিয়ান ক্রিকেটের কোড অব কন্ডাক্ট ভেঙেছে, বিশয়টি অফিসিয়ালি বোর্ডকে জানানো হয়েছে৷ আমরা অস্ট্রেলিয়ার ফ্যানদের ক্ষোভটা বুঝি৷’
এরপর নিজের দলের তিন ক্রিকেটাররে শাস্তির কথা জানিয়ে সাদারল্যান্ড বলেন , ‘আমি অস্ট্রেলিয়া ক্রিকেটের পক্ষ থেকে সমস্ত ক্রিকেটপ্রেমী মানুষের কাছে ক্ষমাপার্থী৷ বিশেষ করে বাচ্চাদের কাছে যারা ক্রিকেটের বড় ভক্ত৷’
জোহানেসবার্গের এই সাংবাদিক সম্মেলনে অজিদের সিইও জানিয়েছেন চতুর্থ টেস্ট থেকে বরখাস্ত করা হয়েছে বল বিকৃতিতে অভিযুক্ত তিন ক্রিকেটার স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফটকে৷ তাদের পরিবর্ত হিসেবে দলে যোগ দেবেন ম্যাথিউ রেনশ, জো বার্নস এবং গ্লেন ম্যাক্সওয়েল৷ স্মিথের পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেট কিপার টিম পেইন৷ সঙ্গেই স্মিথদের ২৪ ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়া ফিরে আসার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর