আর্জেন্টিনাকে একবারে পাত্তাই দিল না স্পেন। গত রাতের প্রীতি ম্যাচে মাঠে নামেনি মেসি। দর্শকরা যেন এক অন্য আর্জেন্টিনাকে খেলতে দেখেছে কাল। স্পেনের ইসকো-ডিয়াগো কস্তা কিংবা থিয়াগো আলকানতারাদের ঠেকানোর কোন বুদ্ধি ছিল না আর্জেন্টিনার কাছে।
মেসি থাকলে কি অন্য রকম হত এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর্জেন্টিনার ভক্তদের কাছে। তবে প্রশ্ন উঠেছে একা মেসিই বা কি করতে পারতেন। তার উপর আবার আর্জেন্টিনা গোলরক্ষক রোমারিও ২২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়লে বিপদ আরও ঘনিয়ে আসে।
তবে অনেকের ধারণা দলে মেসি থাকলে হয়ত অন্যরকম হত। সবাই একটা শক্তি খুঁজে পেত। এর আগের ম্যাচেও মেসি খেলেনি কিন্তু সেবার আর্জেন্টিনা দুই গোলে জিতে যায়। কিন্তু এবার ঘটে গেল অন্য ঘটনা। ফুটবল বিশ্ব আবার নড়েচড়ে বসেছে কেননা আর্জেন্টিনা হেরেছে ৬ গোলের ব্যবধানে। শত শত বাংলাদেশি আর্জেন্টিনার সমর্থক তারা আহত হয়েছে এই হারে। তবে কি বলা যায় মেসি ছাড়া আর্জন্টিনার দল তলানীতে এসে ঠেকেছে। না হলে এমন কেন হবে ম্যাচের ১২ মিনিটে আর্জেন্টিনার জালে প্রথম গোলটি দেয় স্বাগতিক স্পেন।
প্রথমার্ধে আর্জেন্টিনা এক গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ইসকো। চার মিনিট পর ব্যবধান ৪-১ করেন থিয়াগো। ফলে আর্জেন্টিনার বড় হার। আর স্পেনের ৬-১ ব্যবধানের বড় জয়।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/আরাফাত