মাসুদ শাহরিয়ার। মাত্র ৮ বছর বয়সে দুর্ঘটনায় হারিয়েছেন দু’হাত। এরপরও ফুটবলের প্রতি ভালোবাসা কমেনি এক বিন্দু। নিয়মিতই চলছে অনুশীলন, লড়ছেন স্বাভাবিক ফুটবলারদের সাথে। এসেছিলেন, বসুন্ধরা কিংসের অনূর্ধ্ব ১৭ পর্যায়ের ট্যালেন্ট হান্টে অংশ নিতে। যেখানে তিনি সমানতালে লড়েছেন ১১০ জন প্রতিযোগীর সাথে। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৮/মাহবুব