স্পেনের বিপক্ষে ৬-১ গোলে হারের পর আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি বলেছেন, এমন ফলাফল কিছুতে গ্রহণযোগ্য নয়। এই ম্যাচ বিশ্লেষণ করতে হবে আমাদের। বিশ্বকাপে এসব কিছুতে ঘটতে পারে না। স্পেন আমাদের থাপ্পড় দিয়েছে। আমাদের পরিশ্রম অব্যাহত রাখতে হবে।
সাম্পাওলি বলেন, এটা এমন একটা ম্যাচ, যা কোচের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। ম্যাচটি আমাকে ভালো করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষের কাছ থেকে আমরা এতটা চাপ আশা করিনি।
ইতালির বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়ার পর স্পেনের বিপক্ষেও ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। সাম্পাওলি বলেন, মেসির অভাব টের পেয়েছেন তিনি।
'লিও আমাদের সাথে অনুশীলন করেছিল। কিন্তু এখনো পায়ে অস্বস্তি আছে। তাই মাঠে নামেনি। অন্য সবার চেয়ে আমরা তার অনুপস্থিতি বেশি অনুভব করেছি। সে আমাদের সাথেই আছে। দলকে উৎসাহ দিয়েছে। হাফটাইমের সময় দলের সাথে কথা বলেছিল।'
আর্জেন্টিনাকে হারাতে হ্যাটট্রিক করেন ইস্কো। একটি করে গোল করেন ডিয়েগো কস্তা, থিয়াগো আলকান্তারা ও ইয়াগো আসপাস।
প্রথমার্ধে কস্তা এবং ইস্কোর গোলে পিছিয়ে পড়ার পর ৩৯ মিনিটে ওটামেন্ডি ব্যবধান ২-১ করেন। প্রথম ৪৫ মিনিটে আর কোনো গোল হয়নি। এই সময়টুকু সাম্পাওলির কাছে 'অবিশ্বাস্য'।
'প্রথমার্ধ একদম অবিশ্বাস্য ছিল। অনুশীলনে আমরা যেমনটি করেছি, ঠিক তেমন। কিন্তু ৬০ মিনিট পর্যাপ্ত নয়। একটা ম্যাচ ৯০ মিনিটের হয়।'
এই ম্যাচের ভুল থেকে শিষ্যদের শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন সাম্পাওলি, আমাদের ভুল থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। প্রতিপক্ষ যেভাবে দাপট দেখিয়ে খেলেছে সেটা আশা করতে পারি না।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/আরাফাত