আইপিএলে স্মিথ-ওয়ার্নারদের খেলার সম্ভবনা কতটা? এই নিয়ে জল্পনার মধ্যেই এল বিসিসিআই কর্তার বিবৃতি। আর তিনি যা বললেন তাতে দুশ্চিন্তা বাড়বে রাজস্থান ও হায়দরাবাদ দলের। বোর্ডের ওই কর্তা জানিয়েছেন,
ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাসনে পাঠালে স্বাভাবিক নিয়মেই স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের আইপিএলে খেলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।
ক্রিকেটনেক্সটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, "এই বিষয়টি নিয়ে এত জটিলতার কিছু নেই। বিষয়টা খুব সহজ। যদি ক্রিকেট অস্ট্রেলিয়া ওদের (স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার) নিষিদ্ধ করে তাহলে আমার মনে হয় না কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি ওদের দলে রাখবে।''
তিনি উদারহণ টেনে বলেন, 'ঠিক যেমন ডোপিং কেলেঙ্কারিতে জড়িত আন্দ্রে রাসেল আইপিএলে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ওদের নির্বাসনে পাঠালে এবারের মতো ওদের আইপিএল শেষ। আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো ভূমিকা এতে থাকবে না আর।"
ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলছে, ক্রিকেট অস্ট্রেলিয়া যদি 'নো অবজেকশন সার্টিফিকেট' দেয় তবেই আইপিএলে খেলার সম্ভবনা থাকছে স্মিথদের। তবে সেই সম্ভবনা নেই বললেই চলে। এমনিতেই রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছাড়তে হয়েছে স্মিথকে। তবে ওয়ার্নারকে নিয়ে এখনও কিছু জানায়নি হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পুরো বিশ্বের ধুয়োধ্বনি শুনতে হচ্ছে স্মিথ-ওয়ার্নারদের। এর মধ্যে অধিনায়ক ও সহ অধিনায়ক থেকে স্বেচ্ছায় সরে যেতে বাধ্য হযেছেন তারা।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৮/মাহবুব