বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছর নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এছাড়া এই ঘটনায় সরাসরি যুক্ত থাকায় বোলার ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
খুব দ্রুতই এই তিন ক্রিকেটারের শাস্তির ব্যাপারে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এদিকে, শাস্তি হলেও প্রত্যেক ক্রিকেটারই সিএ’র কোড অনুযায়ী শুনানির মাধ্যমে একটি স্বাধীন কমিশনে চ্যালেঞ্জ করতে পারবেন। এই শুনানিটি প্রকাশ্যে হবে না অপ্রকাশ্যে তাও নির্ধারণ করবেন তারা।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিন অজিদের বল টেম্পারিং নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় পড়ে যায়। এই কেলেঙ্কারিতে জড়িয়ে পুরো বিশ্বের ধুয়োধ্বনি শুনতে হচ্ছে স্মিথ-ওয়ার্নারদের। এর মধ্যে অধিনায়ক ও সহ-অধিনায়ক থেকে স্বেচ্ছায় সরে যেতে বাধ্য হয়েছেন তারা।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/এনায়েত করিম