দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল বিকৃতির কেলেঙ্কারিতে পুড়ছে টিম অস্ট্রেলিয়া। এ নিয়ে ক্রিকেট বিশ্বে বইছে সমালোচনার ঝড়। আর তারই জের ধরে এবার এ প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টিভ স্মিথ-ক্যামেরন ব্যানক্রাফ্টরা যা করেছেন সেই ঘটনাকে 'চরম নির্বুদ্ধিতা' বললেন তিনি।
এ ব্যাপারে ইন্ডিয়া টুডেতে সৌরভ বলেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। স্টিভ স্মিথের এই ধরণের (বল বিকৃতি) কাজ করার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি স্টিভ স্মিথ, বা ডেভিড ওয়ার্নার বা ব্যানক্রফ্ট যেটা করেছে সেটা চরম নির্বুদ্ধিতা।"
এসময় স্মিথকে কটাক্ষ করে সৌরভ ভারত সফরে স্মিথের 'ব্রেনফেডে'র ঘটনা টেনে এনে আরও বলেন, "আসলে আমার যেটা মনে হয়, ওর (স্মিথ) সত্যিই ব্রেন ফেড। ভারত সফরে এসে ও ব্রেন ফেডের কথা বলেছিল। এখন আমার মনে হচ্ছে ওটাই সত্যি, তখন নিজেকে বাঁচাতে ও যাই বলুক না কেন।"
বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/ওয়াসিফ