দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিং কাণ্ডে তীব্র সমালোচনার মুখে টিম অস্ট্রেলিয়া। আর এই কেলেঙ্কারিতে একে একে সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে ডেভিড ওয়ার্নারের। প্রথমেই হারিয়েছেন জাতীয় দলের সহ অধিনায়কের পদ, এরপরে গেছে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব। সেই ধারাবাহিকতায় এবার এলো আরেকটি দুঃসংবাদ। ইলেকট্রনিক্স কোম্পানি এলজি নতুন করে তার সাথে চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছে।
এ ব্যাপারে বুধবার এলজি'র পক্ষ থেকে এক নারী মুখপাত্র জানান, 'সম্প্রতিক পরিস্থিতির আলোকে আমরা ডেভিড ওয়ার্নারের সাথে নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছি।'
প্রসঙ্গত, প্রতিষ্ঠানটির ওএলইডি টিভির ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন ওয়ার্নার। ২০১৪ সালে প্রতিষ্ঠানটির সাথে প্রথম চুক্তি করেন তিনি। চলতি সপ্তাহে এই চুক্তি শেষ হচ্ছিল।
বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/ওয়াসিফ