বল টেম্পারিং করার মূলহোতা যিনি তিনি হচ্ছেন সদ্য অস্ট্রেলিয়া দলে চান্স পাওয়া অপেনার ব্যানক্রাফট। সেই ব্যানক্রাফট আজ আসলেন অস্ট্রেলিয়া দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে এসে নিজেকে নিয়ে অনুতপ্ত প্রকাশ করেন ব্যানক্রাফট।
ব্যানক্রাফট বলেন, আমি আসলেই অনুতপ্ত যে আমি সেদিন মাঠের সবার সামনে মিথ্যা বলেছিলাম। আমি গোটা ম্যাচে একটা প্যানিক ছড়িয়ে দিয়েছিলাম। আমি এটার জন্য খুবই দুঃখিত। আমি এটার জন্য অনেক লজ্জিতও বটে।
ব্যানক্রাফট আরও বলেন, তখন গোটা পরিস্থিতে আমি অনুতপ্ত ছিলাম। জানতাম না কেন এমন হয়েছে। আমি সত্যি ক্রিকেটকে অনেক ভালোবাসি। ক্রিকেটের গেম অফ স্প্রিটটা নষ্ট করার জন্য আমি আসলেই খুব বেশি দুঃখিত।
বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৮/আরাফাত