বল বিকৃতির ঘটনায় তোলপাড় অস্ট্রেলীয় ক্রিকেটে। এরইমধ্যে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট দলের স্টিভ স্মিথ ও সহকারী অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। এরপরেই এই দুইজনকেই এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কিন্তু বিতর্কের উর্ধ্বে ছিলেন অস্ট্রেলিয়া দলের কোচ। তার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড দলটির প্রধাণ কোচ ড্যারেন লেম্যানকে নির্দোষ ঘোষণা করেছিল বুধবার। তাদের মতে, স্মিথ-ওয়ার্নারদের বল টেম্পারিংয়ের পরিকল্পনার কিছুই জানতেন না তিনি।
তবে, এর একদিন পরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধাণ কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সন্ধ্যায় ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৮/আরাফাত