জমে উঠেছে আইপিএলের চলতি আসর। এরইমধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে নিজেকে মেলে ধরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলের চলতি আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি।
সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে এ ম্যাচে ৩২ বলে ৩৫ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ৪৭ বলে ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাকিব। উইলিয়ামসনের (৫৬) রানের বিদায়ে শেষ হয় এই জুটি। সাকিবও ১৮তম ওভারে ব্যাঙ্গালুরুর পেসার উমেশ যাদবের বলে বোল্ড হয়ে ফেরেন।
হায়দ্রাবাদের বেঁধে দেওয়া ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নামা ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে ১৪১ রান। এতে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে খেলার স্বপ্ন আরও ফিকে হয়ে গেলো বিরাট কোহলির দলের। কারণ পরের রাউন্ডে যেতে হলে বাকি চার ম্যাচের চারটিতেই তাদের জিততে হবে।
বিডি প্রতিদিন/ মে ৮ ২০১৮/ওয়াসিফ