মুম্বাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে ১৩ রানে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। বুধবার 'প্রতিশোধের ম্যাচে' ইডেনে আবারও মুখোমুখি ভারতের দুই বড় শহর।
চলতি আইপিএলে ১০টি ম্যাচের মধ্যে ৫টিতে জয় পেয়েছে কেকেআর। মোট ১০ পয়েন্টসহ আইপিএল পয়েন্ট টেবলে চার নম্বরে রয়েছে নাইটরা। একই সংখ্যক ম্যাচ খেলে চারটিতে জয় পেয়ে নাইটদের থেকে একধাপ পিছিয়ে ৫ নম্বরে রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। তাই প্লে-অফের দৌড়ে থাকার জন্য ইডেনের ম্যাচ দু'দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ।
চোটের কারণে মুম্বাইয়ের সঙ্গে প্রথম ম্যাচে দলের বাইরে ছিলেন শিভম মাভি। ইডেনে চেন্নাই বনাম নাইট ম্যাচে হাতে চোট পান মাভি।
এদিকে, বাংলাদেশের কাটার মাস্তার মুস্তাফিজের এ ম্যাচেও মাঠে নামা অনিশ্চিত। প্রথম ছয় ম্যাচ ধারাবাহিকভাবে খেললেও পরের ম্যাচগুলোতে তাকে থাকতে হচ্ছে একাদশের বাইরে। মুম্বাই থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, যে গেম প্ল্যানে তারা খেলে চালিয়ে যাচ্ছে, তাতে ভুল দেখছে না। এভাবেই তারা খেলা চালিয়ে জিততে চায়।
অন্যদিকে, বুধবারেও নাইট পেস-বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্রের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা থাকছে। আশার কথা এই যা সুনীল নারিন, শুভমান গিলের ব্যাটে রান আসছে। চেন্নাই ম্যাচে ৩৬ বলে ৫৭ রানে অপরাজিত থেকে নাইটদের জয় নিশ্চিত করেছিলেন কেকেআরের এই গিল। রান আসছে অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাটেও।
শেষ দুটি ম্যাচে পাঞ্জাব ও কলকাতাকে হারিয়েছে মুম্বাই। দুটি ম্যাচেই দলের ব্যাটিংয়ের ভিত গড়েছেন ওপেনার সূর্যকুমার যাদব। রান এসেছে পান্ডে এবং লুইসের ব্যাট থেকেও। আগের দুটি ম্যাচে দাগ কাটতে পারেননি 'হিট ম্যান' রোহিত শর্মা। তবে যে কোন সময় ভয়ঙ্কর হয়ে উঠে ম্যাচের গতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন মুম্বাই অধিনায়ক।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/আরাফাত