আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা হারিয়েছেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা। তাঁর পরিবর্তে টেস্ট স্কোয়াডে ফিরেছেন অভিষেকে ৩০০ রানের ইনিংস খেলা করুণ নায়ার। আর এটাকে রোহিত শর্মার করুণ পরিণতি হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম।
জি নিউজের খবর, রঞ্জি ক্রিকেটে ভাল পারফরম্যান্সের কারণেই করুণকে ভারতীয় টেস্ট স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে ব্যর্থ রোহিত বাদ পড়লেন লাল বলের ক্রিকেট থেকে।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে করুণ নায়ারকে সুযোগ করে দেওয়ার প্রসঙ্গে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ বলেছেন, ''করুণ নায়ারকে সুযোগ দেওয়ার জন্য এটাই শ্রেষ্ঠ সময়৷ ও ভাল পারফরম করছে৷''
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৮/মাহবুব