ইডেন গার্ডেনে কলকাতার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে কলকাতাকে ১০২ রানে হারিয়েছে রোহতরা।
আসরের বাকি সব ম্যাচে জিততেই হবে এমন সমীকরণ নিয়ে বুধবার কাটার মাস্টার মুস্তাফিজকে ছাড়াই মাঠে নামে মুম্বাই। টসে জিতে ফিল্ডিং বেছে নেন নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। তবে তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে ব্যর্থ হয় পয়েন্ট টেবিলে মুম্বাইয়ের প্রধান প্রতিযোগী হয়ে উঠা কলকাতা।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল টার্গেট দেন রোহিত শর্মারা। মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেন তরুণ উইকেটরক্ষক - ব্যাটসম্যান ইশান কিশান। মাত্র ১৭ বলে ফিফটি ছোঁয়া এই ব্যাটসম্যান ২১ বল খেলে ৬২ রান করে সুনিল নারাইনের বলে উত্থাপ্পার হাতে ক্যাচ দিয়ে ফিরেন।
অধিনায়ক রোহিতের ৩৬ (৩১), সূর্যকুমার যাদবের ৩৫ (৩২) আর বেন কাটিংয়ের ২৪ (৯) রানের ছোট টর্নেডো মিলিয়ে ২১০ রানের বিশাল পাহাড় গড়ে মুম্বাই।
জবাবে ৩২ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া কলকাতা আর ম্যাচে ফিরতে পারেনি। ১৮.১ ওভারে মাত্র ১০৮ রানে অল-আউট হয় কার্তিকের দল।
বিডি প্রতিদিন/ ১০ মে ২০১৮/ওয়াসিফ