ভারতের বিপক্ষে টানা দুই টেস্ট জিতে তৃতীয়টি হেয়ে গেছে ইংলিশরা। পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-১ এ। চতুর্থ টেস্ট তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এদিকে, নটিংহ্যাম টেস্টে ইনজুরিতে পড়া জনি বেয়ারস্টোরকে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তাই স্কোয়াডে নেওয়া হয়েছে জেমস ভিঞ্চকে। উইকেটের পেছনে দাঁড়াবেন জস বাটলার।
সেদিন ভারতের দ্বিতীয় ইনিংসের ৪৪তম ওভারে জেমস অ্যান্ডারসনের বল ছেড়ে দেন চেতেশ্বর পুজারা। বল হঠাৎ দিক বদলে বেয়ারস্টোর বাঁ হাতে আঘাত করে। তীব্র ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ইংলিশ উইকেট রক্ষক। পরবর্তীতে আর ফিল্ডিং করেননি। দলের প্রয়োজনে ব্যাট হাতে নামেন ঠিকই। কিন্তু গোল্ডেন ডাক হয়ে ফেরেন সাজঘরে। স্ক্যান করানোর পর জানা গেছে তার আঙুলে চিড় ধরা পড়েছে। চতুর্থ টেস্ট খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
আগামী বৃহস্পতিবার সাউদাম্পটনে শুরু হবে দুই দলের চতুর্থ টেস্ট ম্যাচ।
ইংল্যান্ড স্কোয়াড:
জো রুট, মঈন আলী, জেমস আন্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, অ্যালিস্টার কুক, স্যাম কুরান, কেটন জেনিংস, ওলি পোপে, আদীল রশিদ, বেন স্ট্রোকস, জেমস ভিঞ্চ, ক্রিস ওকস।
বিডি প্রতিদিন/ ২৪ আগস্ট ২০১৮/ ওয়াসিফ