এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে এখনো স্বপ্ন বেঁচে রয়েছে টাইগারদের। এমনকি পাকিস্তান-বাংলাদেশের ম্যাচটি হয়ে গেছে অঘোষিত সেমিফাইনাল। কারণ যে জিতবে সেই ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে।
তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ স্টিভ রোডস। তিনি বলেন, দুদিনের বিশ্রাম নিয়ে ক্রিকেটাররা এখন প্রস্তুত। পাকিস্তান শক্তিশালী দল। তারপরও বলবো আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের পেসাররা জোরে বল করেন। আমি মনে করি আমাদের ব্যাটসম্যানদের সুবিধা হবে।
তবে স্টিভ রোডস জোর দিয়েছেন টপ অর্ডারের ব্যাটসম্যানদের ওপর। তিনি বলেন, টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করতে হবে। তামিমের অভাব বোধ হয়।
এসময় তিনি আফগানিস্তানের রশীদ খান ও পাকিস্তানের শাদাব খান দুজনকেই বিশ্বমানের লেগ স্পিনার বলে উল্লেখ করেন।
প্রসংসা করেন আফগানিস্তানেরও। বলেন তাদের ক্রিকেট উত্থান বিস্ময়কর।তবে আফগানিস্তানের বিপক্ষে জয় আমাদের মানসিকভাবে চাঙা করেছে।
আর সত্যি বলতে পাকিস্তান আরও শক্তিশালী প্রতিপক্ষ।
বিডি প্রতিদিন/ ই-জাহান