ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আর তার কাছ থেকেই অধিনায়কত্বের শিক্ষা পেয়েছেন দলটির বর্তমান অধিনায়ক বিরাট কোহালি। এমনটাই জানালেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘‘বেশির ভাগ সময়েই এমএস (ধোনি)-এর সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলতাম। দলের সহ-অধিনায়ক হওয়ার আগেও ম্যাচ চলাকালীন ওর সঙ্গে প্রচুর আলোচনা করতাম। অধিনায়কত্বের শিক্ষাটা পেয়েছি ওর কাছ থেকেই। স্লিপে দাঁড়িয়ে সমানে লক্ষ্য করতাম ওকে।’’
অবসর সময়েও কোহলির চিন্তায় শুধুই ক্রিকেট। বলছেন, ‘‘ক্রিকেট নিয়ে চিন্তা করতে পছন্দ করি বলেই অধিনায়কত্ব উপভোগ করি। উপভোগ করি রান তাড়া করে জিততে। ম্যাচের কোন সময় কোন সিদ্ধান্ত প্রয়োগ করা উচিত, তা নিয়ে ভাবতে পছন্দ করি।’’
সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ১-৪ হারলেও কোহলির ব্যাট আলো ছড়িয়েছে। পাঁচ টেস্টে কোহলি করেন ৫৯৩ রান। গড় ৫৯.৩০। তাই ক্রিকেটের সব চেয়ে পুরনো রূপ চার দিনের হয়ে যাক, তা কোন ভাবেই চান না ভারতীয় অধিনায়ক।
কোহলি বলেন, ‘‘টেস্ট ক্রিকেটে সফল হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ক্রিকেটের সব চেয়ে সুন্দর বিভাগের নাম টেস্ট। তাই পাঁচ দিনের জায়গায় চার দিনের টেস্ট করার কোন যুক্তিই আমি দেখছি না।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ