এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে আজ বিকালে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ী দলটি আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে। সে হিসেবে আজ ম্যাচটি অঘোষিত সেমিফাইনাল। ম্যাচটি নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে বলা হয়েছে, দুই দলের দুই ক্রিকেটারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এদের একজন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, অন্যজন পাকিস্তানের শোয়েব মালিক।
মুস্তাফিজ সম্পর্কে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে তার দুর্দান্ত বোলিংয়ের কথা তুলে ধরে বলা হয়েছে, শেষ পাঁচ ওভারে বোলিংয়েই তার মূল শক্তির জায়গা। এবং গত তিন বছরে মাত্র দু'জন বোলারের শেষ পাঁচ ওভারে ৬-এর নিচে রান দেওয়ার রেকর্ড রয়েছে। মুস্তাফিজ তাদের একজন।
শোয়েব মালিক সম্পর্কে বলা হয়েছে, এই টুর্নামেন্টে পাকিস্তানের মূল রানমেশিন। ৪ ম্যাচে ইতোমধ্যে ১৮১ রান সংগ্রহ করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিপক্ষে নিজের ওয়ানডে রেকর্ডটা সমৃদ্ধ করতে চাইবেন তিনি। কারণ, বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র একটি অর্ধশতক রয়েছে তার ঝুঁলিতে।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব