এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটিকে অলিখিত সেমিফাইনালও বলা চলে কারণ যে জিতবে সেই খেলবে ফাইনাল। আর হারলেই দেশে ফেরার টিকিট কাটতে হবে। তবে এ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান যদি হারেও তবুও তারা দেশে ফিরতে পারছে না। থাকতে হবে আমিরাতে।
কারণটা অবশ্য জটিল কিছুই নয়। এশিয়া কাপের পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। আর সেই সিরিজ অনুষ্ঠিত হবে পাকিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত সংযুক্তর আরব আমিরাতে।
ওই সিরিজে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আগামী ৭ অক্টোবর দুবাই প্রথম টেস্টের মাধ্যমে এ সিরিজ শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান