ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দু'বছর পর আফগানদের বিপক্ষে আবার তিনি ভারতীয় দলের অধিনায়ক। হঠাৎ এমন দৃশ্য দেখে ধোনি-ভক্তদের মধ্যে চলে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। তবে কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়ার পরই একদম আগের মতো ফর্মে ধরা দেন ধোনি। এক্ষেত্রে তিনি কোনরকম আপোস করার পক্ষপাতি নন। এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের সঙ্গে ম্যাচের একটা মুহূর্ত সে কথাই যেন বলে গেল। ধোনিকে ডিঙিয়ে সেখানে অধিনায়কের কাজ করতে চেয়েছিলেন কুলদীপ যাদব। কিন্তু মেনে নিলেন না ধোনি।
আফগানদের বিরুদ্ধে ম্যাচের একটা সময় কুলদীপ বারবার ধোনির উপর ফিল্ডিং প্লেসমেন্ট পাল্টানোর জন্য চাপ দিতে থাকেন। কিন্তু ধোনি সেই সময় ফিল্ডিং প্লেসমেন্ট পরিবর্তনের পক্ষে ছিলেন না। তাই বারবার কুলদীপকে নিজের কাজ করে যাওয়ার কথা বলছিলেন। কুলদীপ ধোনির সঙ্গে সহমত হতে না পেরে একটা সময় রীতিমতো ধোনির ফিল্ডিং প্লেসমেন্ট নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। ঠিক তখনই ধোনি কড়া হন।
এ সময় তিনি কুলদীপকে জানান, তুমি কি বোলিং করবে? নাকি বোলিংয়ে পরিবর্তন করব? ক্যাপ্টেন কুল সচরাচর মেজাজ হারান না। মাঠে ধোনি রেগে গিয়ে কোনরকম প্রতিক্রিয়া জাহির করে ফেলেছেন, এমন দৃশ্য বিরল। ধোনির মুখ থেকে এমন কড়া ভাষা শুনে তিনি তৎক্ষনাৎ পরের ডেলিভারি করার জন্য তৈরি হয়ে যান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ