এবার এশিয়া কাপে তামিম ইকবালবিহীন বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হচ্ছে খুব বাজে। ২০ রানের আগেই প্রথম তিন উইকেট হারিয়ে ফেলা যেন নিয়মই হয়ে গেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচটা থেকে শুরু করে গতকাল পাকিস্তানের বিপক্ষে সেই একই চিত্র। তবে এসবের মাঝে বুক চিতিয়ে লড়াই করতে দেখা গেছে মিডল অর্ডার কয়েকজন ব্যাটসম্যানকে। তাদের মধ্যে সবার আগে আসবে মুশফিকুর রহিমের নাম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪৪ রান তো আছেই, মাঝের যে দুটি ম্যাচে চাপের মুখেও তিনি দাঁড়িয়ে ছিলেন ক্রিজে, তবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি।
কিন্তু দুই ম্যাচ পর আবারও ঘাদের কিনারায় পড়া একটা দলকে শুধু টেনে তুললেন না, তার ম্যাচজয়ী ৯৯ রানই বাংলাদেশকে আরও একটি এশিয়া কাপের ফাইনালে নিয়ে গেল। তাই তো ম্যাচসেরার পুরস্কার নিতে আসা মুশফিককে কাল প্রশ্নটা করে বসলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজা। বললেন, চাপের মধ্যে ভালো ব্যাটিংয়ের রহস্য কী?
জবাবে মুশফিক বললেন, 'কিভাবে যেকোনো পরিস্থিতিতে ব্যাট করা যায় সেটা নিয়ে অনুশীলন করি এবং প্রস্তুতি নিই। এটা আমাকে আত্মবিশ্বাস জোগায়। বেশির ভাগ সময়েই সঠিক সিদ্ধান্ত নেই।'
ম্যাচসেরা মুশফিক হলেও মোহাম্মদ মিঠুনেরও অবদান কম নয়। শ্রীলঙ্কার বিপক্ষে সেদিনও বড় জুটিটা হয়েছিল মোহাম্মদ মিঠুনের সঙ্গে। আর গতকাল তো ১২ রানে তিন উইকেট পড়ার পর মিঠুনের সঙ্গে ১৪৪ রানের জুটিটাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এই প্রসঙ্গে বলেন, নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং দ্রুত উইকেট পড়ায় মিঠুনকে বলেছিলাম, আমাদের উইকেটে স্থায়ী হতে হবে।’
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব