এশিয়া কাপের অঘোষিত ফাইনালে পাকিস্তানে হারিয়ে ফাইনালে উঠায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন শহীদ আফ্রিদি। একই সঙ্গে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে হতাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
এক টুইট বার্তায় 'বুম বুম' খ্যাত আফ্রিদি বলেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। তবে পাকিস্তানের সামগ্রিক পারফরম্যান্স হতাশজনক। ‘মাঠে তাদের আক্রমণাত্মক ক্রিকেটের অভাব দেখা গেছে। যদিও এই তরুণ দলটিই সর্বশেষ বড় টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছিল। তাই এবারও তাদের কাছে বড় প্রত্যাশা ছিল। ভালো প্রত্যাবর্তনের জন্য অনুশীলনের ওপর বেশি জোর দেওয়া দরকার।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব