হতাশা, যন্ত্রণা, আফসোস- মিলেমিশে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট মহলে। বুধবার সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয় মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
বাংলাদেশের বিরুদ্ধে জেতার জন্য সরফরাজ আহমেদের দলের প্রায়োজন ছিল ২৪০ রান। কিন্তু পাকিস্তান থেমে যায় ৩৭ রান আগে। জিতে এশিয়া কাপের ফাইনালে ওঠে মাশরাফির দল। আর বিদায় নেয় পাকিস্তান।
সঙ্গে সঙ্গে পাকিস্তান ক্রিকেট মহলে নেমে আসে শোকের ছায়া। সাবেক অধিনায়ক রামিজ রাজা পরাজয়কে 'দুঃস্বপ্ন' হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, এশিয়া কাপের আগে পাকিস্তানকে ফেবারিট হিসেবে চিহ্নিত করা হচ্ছিল। কিন্তু সেই স্বপ্ন খুব বাজে ভাবে শেষ হলো। নেতৃত্ব ভালো হয়নি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংও ভালো হয়নি। এটা পাকিস্তানের কাছে দুঃস্বপ্ন ছিল।
কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরাম টিভিতে এক অনুষ্ঠানে বলেন, কেন আমাদের দল ৪০ ওভার ব্যাট করতে পারে না, তা দেখতে হবে। শোয়েব মালিক তো আর প্রতি দিন ম্যাচ জেতাতে পারবে না। শোয়েব আউটের পর মনে হয়নি আমরা জিততে পারব।
সাবেক অধিনায়ক শাহেদ আফ্রিদি আবার সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন টাইগারদের। লিখেছেন, এই দলের উপর অনেক প্রত্যাশা ছিল। কিন্তু, সার্বিক পারফরম্যান্সে আমি হতাশ। আরও ফোকাস ও অনুশীলন দরকার।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত