ট্রফির জন্য আমি ক্রিকেট খেলিনা। কিন্তু বাংলাদেশের জন্য একটা ট্রফি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এশিয়া কাপের ফাইনালের আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান।
মাশরাফি বলেন, ট্রফির সংখ্যা দিয়ে বিচার করে নিজেকে অতটা সস্তা বানাতে চাই না। ব্যক্তি মাশরাফিকে আপনি ট্রফি দিয়ে বিচার করলে সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি নিজেকে এত সস্তা ভাবি না।
'আমার বিশ্বাস কোনো একদিন বাংলাদেশ পাবে। তরুণ প্রজন্ম, যারা ক্রিকেটের দিকে আসতে চাচ্ছে বা যারা দলে আছে বা যারা অনূর্ধ্ব-১৯ কিংবা অনূর্ধ্ব-১৬ খেলছে, একটা ট্রফিতে তারা আরও উজ্জীবিত হবে।'
বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে। শুক্রবার তাদের প্রতিপক্ষ ভারত। ২০১৬ সালে এই দলের বিপক্ষেই ৮ উইকেটে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।
আরেকটি ফাইনালের আগে মাশরাফি টপঅর্ডার নিয়ে চিন্তায়, আমাদের টপঅর্ডার যেভাবে খেলছে, তাতে ভালো রান দাঁড় করানো কঠিন।
ভারতের বিপক্ষে লড়াই করতে হলে কেমন স্কোর দরকার সেটিরও একটা ধারণা দিয়েছেন অধিনায়ক, তাদের যে শক্তি তাতে ২৬০-২৭০ করতে পারলে লড়াই হবে। এটা যে জেতার স্কোর, তা বলছি না।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত