এশিয়া মহাদেশে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইতে শুক্রবার মাঠে নামছে ভারত. অন্যদিকে বাংলাদেশ দুরন্তভাবে পাকিস্তানকে হারালেও ফাইনালের আগে চোট চিন্তায় রাখছে তাদের। খাতায় কলমে ভারত এই ম্যাচের ফেভারিট। এশিয়া কাপে রেকর্ড সাতবার খেতাব জিতেছে ভারত। অন্যদিকে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে এশিয়া সেরা হওয়ার হাতছানি বাংলাদেশের সামনে।
ভাংলাদেশ দলে তামিম ইকবাল ও সাকিব আল হাসান নেই চোটের কারণে। ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এশিয়া কাপে বিশ্রাম নিয়েছেন , যিনি শুধু ভারতীয় দলের অধিনায়ক নন, এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। তাকে ছাড়া ভারতীয় দল এশিয়া কাপ জিতলে বিশ্বকাপের আগে একটা বড় বার্তা দিতে পারবে টিম ইন্ডিয়া। পাশাপাশি ইংল্যান্ডে ৪- টেস্ট সিরিজ হারের ক্ষতেও খানিকটা মলম দিতে পারবে এই পারফরম্যান্স।
চলতি এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশের পাঁচজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ায় ফাইনালে সকলেই অনেকটা সতেজ হয়ে মাঠে নামতে পারবেন। দারুণ ফর্মে থাকা রোহিত শর্মা ও ওপেনার শিখর ধাওয়ান ব্যাটিং বড় ভরসা দেবেন। তাছাড়া বোলিং ব্রিগেডেও ফিরছেন জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যজুবেন্দ্র চাহাল।
এদিকে, চূড়ান্ত লড়াইয়ের আগে তেতে রয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। বাংলাদেশ তার পূর্ণ ক্ষমতা নিয়ে আজ ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামবে, টুর্নামেন্ট থেকে নিজেদের লড়াইয়ের পুরস্কার হিসেবে ফাইনালে ভারতকে পরাস্ত করার চেষ্টা করে যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর