ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠা রোহিত, ধোনি এবং কার্তিককে একে একে সাঝঘরে পাঠিয়েছেন বাংলাদেশ। সব শেষ ধোনিকে ফেরত পাঠিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। আর এতেই জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছে ভারত।
৬৭ বলে ৩৭ রান করে ফিরে গেছেন ধোনি। এর আগে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে কার্তিককে ফেরান রিয়াদ। সাঝঘরে ফেরার আগে কার্তিক ৬১ বলে করেন ৩১ রান। ভয়ঙ্কর হয়ে উঠা রোহিত শর্মাকে ফেরান রুবেল হোসেন। ১৬ তম ওভারে রুবেল হোসেনকে ড্রাইভ করতে গিয়ে অপুর হাতে ক্যাচ তুলে দেন ভারতের এই ভয়ঙ্কর ব্যাটসম্যান। ৫৫ বলে ৪৮ রান করেন রোহিত।
শুরুতে বোলিংয়ে এসেই উইকেট লাভ করলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আম্বাতি রায়ডুকে মুশফিকের কট বানিয়ে উইকেটটি পান তিনি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে নাজমুল ইসলাম অপুর প্রথম শিকার হন শিখর ধাওয়ান।
এশিয়া কাপের ফাইনালে শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টসে হেরে ব্যাটিংয়ে নামে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। অথচ এদিন উদ্বোধনী জুটিতে ভারতের বিপক্ষে রেকর্ড ১২০ রানের জুটি গড়ে লিটন ও মেহেদি হাসান মিরাজ ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন।
তবে অন্য ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় শেষ পর্যন্ত ভালো স্কোর করতে পারেনি টাইগাররা।
বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা লিটন সর্বোচ্চ ১২১ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি উইকেট পান কুলদিপ যাদব।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত