প্রকৃতির কোলে গড়ে ওঠেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চলতি বছরের শুরুর দিকে এই স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে নেমেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু ক্রিকেটের অভিজাত সংস্করণের অপেক্ষায় ছিল এই স্টেডিয়াম। এবার ফুরোচ্ছে সেই অপেক্ষাও। ৩ নভেম্বর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে সিলেটের মাঠে নামবে বাংলাদেশ।
এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর সিলেটের মাঠের এই অভিষেক টেস্ট রাঙাতে থাকছে রঙিন আয়োজন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিষেক টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক কয়েন তৈরি করা হচ্ছে। এই কয়েন দিয়েই ম্যাচের টস হবে। এছাড়া থাকছে বিশেষ স্যুভেনিয়র ও বিশেষ একটি প্রকাশনা।
বিশেষ প্রকাশনাটির নাম ‘গ্লিম্পস অব সিলেট’। এই রঙিন প্রকাশনায় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, ক্রিকেটে সিলেটের পথচলা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস প্রভৃতি নানা তথ্য ওঠে আসবে। এই প্রকাশনায় লিখছেন দেশ-বিদেশের খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া ব্যক্তিত্বরা। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, বিসিবি পরিচালকদের লেখা এই প্রকাশনায় ঠাঁই পাবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল জানান, সিলেটের অভিষেক টেস্ট ম্যাচকে স্মরণীয় রাখতে আমরা স্মারক কয়েন করছি। স্যুভেনিয়রের পাশাপাশি একটি বিশেষ প্রকাশনাও থাকছে। এই প্রকাশনাটি সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে বের হচ্ছে।
সিলেটের অভিষেক টেস্ট নিয়ে ৩১ অক্টোবর সংবাদ সম্মেলন আয়োজনের তথ্যও জানিয়েছেন এই বিসিবি কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটে টেস্ট ম্যাচ আয়োজনের জন্য মাস কয়েক আগে বিসিবি নতুন কিউরেটর সি ম আগারওয়ালকে দায়িত্ব দেয়। এই কিউরেটরের তত্ত্বাবধানেই টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠ ও উইকেট।
আগামী ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের টিকেট সর্বনিম্ন ৫০ টাকায় পাওয়া যাবে। স্টেডিয়ামের পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকেট ৫০ টাকা, পূর্ব গ্যালারির টিকেট ৮০ টাকা, ক্লাব হাউজের টিকেট ২০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ৫০০ টাকায় পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ