টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১৮ বছরে বাংলাদেশের খেলা ১১২টি টেস্ট ম্যাচের মধ্যে প্রথমবার রবিবার ঢাকা টেস্টে প্রতিপক্ষকে ফলো অনের সামনে দাঁড় করিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে টাইগাররা। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের পর মিরপুর টেস্টে আরও ভয়ঙ্কর রূপে নিজেদের মেলে ধরে টাইগাররা। বাংলাদেশের প্রথম ইনিংসে ৫০৮ রানের জবাবে মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১১১ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারী স্বাগতিক বাংলাদেশ দলের ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২ ম্যাচের ৪ ইনিংসে ৫৯ ওভার বল করে ২১১ রানে ১৫ উইকেট শিকার করেন তিনি। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট নিলেও ঢাকার ম্যাচে জ্বলে উঠেন মিরাজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১২ উইকেট নেন তিনি। ফলে ম্যাচ সেরার খেতাব পান মিরাজ।
এদিকে, টাইগারদের স্পিন বিষে ওয়েস্ট ইন্ডিজ মাটিতে গুঁড়িয়ে হোয়াইটওয়াশ হলেও উজ্জ্বল ছিলেন শিমরন হেটমায়ার। ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়েও দুই দল মিলিয়ে টেস্ট সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। বাঁ-হাতি ব্যাটসম্যান শিমরোন হেটমায়ার ২ ম্যাচের ৪ ইনিংস ব্যাট করে ২২২ রান করেছেন। তার ব্যাটিং গড়- ৫৫ দশমিক ৫০। সিরিজে দু’টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দোড়গোড়ায় পৌঁছেও তা স্পর্শ করতে পারেননি হেটমায়ার। ৯৩ রানে ফিরেন তিনি।
সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও শিমরন হেটমায়ারকে সিরিজে চার ইনিংসেই শিকার করেছেন মিরাজ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম