শেখ রাসেল দ্বিতীয় আন্তঃবিভাগীয় টেনিস প্রতিযোগিতা বৃহস্পতিবার খুলনায় শুরু হতে যাচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সন্ধ্যা সাড়ে ৬টায় অফিসার্স ক্লাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
বুধবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে মোট ১৩২টি দল অংশ নেবে। যার মধ্যে একক ৬৪টি এবং দ্বৈত ৬৮টি। খেলাগুলো খুলনা অফিসার্স ক্লাব, খুলনা ক্লাব ও ডিআইজি’র টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতা ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম