পয়েন্ট টেবিলের চতুর্দশতম স্থানে থাকা তোলুসের বিপক্ষে রবিবার রাতে কষ্টার্জিত জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর এই জয়ের ফলে শিরোপা জয়ের আরো কাছে পৌঁছে গেছে নেইমার-এমবাপ্পেরা।
ম্যাচের ৭৪ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। যা চলতি মৌসুমে তার ২৯তম গোল। এ সময় ডানদিক থেকে তিলো খেরের ক্রস ডি বক্সের মধ্যে রিসিভ করে ডান পায়ে জোরালো শটে নিশানা ভেদ করেন এই তরুণ তুর্কি।
এই জয়ের ফলে ২৯ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট সংগ্রহ করেছে পিএসজি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে রয়েছে পিএসজি। আগামী সপ্তাহেই ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে পিএসজির। সেক্ষেত্রে রেসিং স্ট্রাসবার্গের বিপক্ষে এমবাপ্পে-থিয়াগোদের জিততে হবে। আর রেইমসের কাছে হারতে হবে লিলেকে। তাহলে ৮ ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে পিএসজির।
অবশ্য শিরোপা জয়ের পাশাপাশি পিএসজি আরও একটি রেকর্ডের দিকে যাচ্ছে। সেটা হচ্ছে লিগ ওয়ানের প্রথম কোনো ক্লাব হিসেবে ১০০ পয়েন্ট ছোঁয়ার রেকর্ড। পাশাপাশি তারা রেকর্ড ১১৮ গোলের রেকর্ড ভাঙার দিকেও আগাচ্ছে। ১৯৫৯-৬০ মৌসুমে আরসি প্যারিস করেছিল ১১৮ গোল। ২৯ ম্যাচে ইতিমধ্যে তারা ৮৭ গোল করেছে। বাকি ৯ ম্যাচে ২২ গোল করতে পারলেই ভেঙে যাবে আরসি প্যারিসের রেকর্ড।
অবশ্য নেইমার, কাভানি ও ডি মারিয়া ইনজুরিতে পড়ার কারণে পিএসজির গোলসংখ্যা কমে গেছে। তাদের অবর্তমানে গোল করার দায়িত্ব পালন করছেন এমবাপ্পে।
বিডি প্রতিদিন/কালাম