আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ে টানা তৃতীয়বার এক নম্বর জায়গা ধরে রাখল ভারত।আইসিসি প্রকাশিত সদ্য র্যাংকিংয়ে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে টিম ইন্ডিয়া।
সোমবার বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
এদিকে অসামান্য এ কৃতিত্ব দেখানোয় এক মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার পাচ্ছেন বিরাট কোহলিরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ কোটি ৪৪ লাখ টাকা।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয় করা ভারতীয় দল। এছাড়াও দেশে-বিদেশে টেস্ট ক্রিকেটে সাফল্য পেয়েছে ভারত। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে হারিয়েছেন মেন ইন ব্লুরা।
পুরস্কার পেয়ে কোহলি বলেন, আইসিসি চ্যাম্পিয়নশিপের দণ্ড ধরে রাখতে পেরে আমরা গর্বিত। তিন ফরম্যাটেই আমাদের দল ভালো করছে। তবে টেস্টে ভালো করতে পারলে আলাদা আনন্দ পাওয়া যায়। আমরা জানি, টেস্ট ক্রিকেট কতটা গুরুত্বপূর্ণ। সেরারাই এখানে ভালো করতে পারে।
বিশ্বকাপের পর শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। নতুন এ টুর্নামেন্টের জন্য মুখিয়ে আছেন ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেটের অভিজাত সংস্করণকে এটি আরও রোমাঞ্চকর করে তুলবে বলে বিশ্বাস কোহলির।
শীর্ষস্থানে থাকার পুরস্কার হিসেবে এ পুরস্কার পাচ্ছে ভারতীয় দলটি। ৮ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ১০৮। যার পুরস্কার হিসেবে কিউইরা পাচ্ছে ৫ লাখ ডলার। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা দলের সংগ্রহ ১০৫ পয়েন্ট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন