পাকিস্তান দলের অন্যতম প্রতিভাধর ব্যাটসম্যান উমর আকমল। গত দু'টি বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেই থাকলেও জাতীয় দলে জায়গা পাওয়ার এক সপ্তাহও হয়নি উমর আকমলের। এর মধ্যেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। দলে ঢুকেই নিয়ম ভাঙার কারণে শাস্তি পেতে হচ্ছে তাকে।
সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলে জায়গা পেয়েছেন উমর আকমল। মূলত ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই সুযোগ।
আর সুযোগ পাওয়া সিরিজেই নতুন কাণ্ড ঘটিয়ে আলোচনায় আসলেন উমর আকমল। দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডের পর দলের নিয়ম ভেঙে হোটেলের বাইরে চলে গিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
২০১৭ সালে কোচ মিকি আর্থারের সঙ্গে ঝগড়া করে দলের বাইরে ছিটকে পড়েছিলেন উমর আকমল। এবার দলে ফিরে আসাও চমক জাগিয়ে।
জানা যায়, শুক্রবার রাতে দুবাইয়ে আমেরিকান গায়ক একনের কনসার্ট ছিল। আকমল সেটা দেখতেই সতীর্থদের রেখে হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন। ফেরেনও রাত করে।
এমন কাণ্ডের পর অবশ্য ক্ষমা চেয়েছেন এই ব্যাটসম্যান। পিসিবিও একে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখছে। আপাততঃ ম্যাচ ফির ২০ ভাগ জরিমানা দিয়েই পার পাচ্ছেন উমর আকমল। এদিকে আগামী ১৪ এপ্রিল বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের সক্ষমতা, আচরণ ও ফিটনেস পরীক্ষা নেবে পিসিবি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন